পেশির চোটে পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লেইপজিগের বিপক্ষে খেলা হয়নি মেসির। পুরোপুরি ফিট না হওয়ায় লিগ ওয়ানে বোর্দের বিপক্ষেও খেলা হয়নি তাঁর!
আর এতেই পিএসজি ও আর্জেন্টিনার মধ্যে একপ্রকার স্নায়ুযুদ্ধ বেঁধেছে। চোটের কারণেই পিএসজির হয়ে খেলতে পারছেন না মেসি, তারপরও এমন অবস্থায় ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে আর্জেন্টিনা দলে অন্তর্ভুক্ত করায় অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
গতকাল (রোববার) ফ্রান্সের দৈনিক পত্রিকা লা পারসিয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন ব্রাজিলের সাবেক এই ফুটবলার। তিনি বলেন, “আমরা এমন একজন খেলোয়াড়কে (মেসি) যেতে দিতে পারি না, যার শারীরিক অবস্থা এখন ভালো নেই, কিংবা যে পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।”
এসময় মেসির উপর নিজের অসন্তুষ্টিটা সাফই জানিয়ে দিয়েছেন পিএসজির পরিচালক। এই বিষয়টি সুরাহার জন্য তিনি ফিফারও হস্তক্ষেপ কামনা করেন।
“চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে না পারলেও জাতীয় দলের জন্য খেলতে চলে যাওয়া, এর কোনো মানে নেই। আর আমার মনে হয়, এমন সব পরিস্থিতি এড়াতে ফিফার মাধ্যমে একটা প্রকৃত চুক্তি করা দরকার।”
কেবল মেসিই নয়, চোটে আক্রান্ত পিএসজির তরুণ মিডফিল্ডার লিওনার্দো প্যারদেসকেও স্কোয়াড়ে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। পিএসজি অখুশি থাকলেও এ দুজনের চোট পরখ করে দেখবেন আর্জেন্টিনার চিকিৎসক দল।
আর সেই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, তাহলে পিএসজির চোখের সামনেই শুক্রবার উরুগুয়ের বিপক্ষে হয়তো দেখা যেতে পারে মেসি এবং প্যারদেসকে। যদি এমনটাই হয় তাহলে পিএসজির আগুনে ঘি ঢেলে দেওয়ার মতোই অবস্থা হবে!
সূত্রঃ স্পোর্টসজোন২৪