আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া October 30, 2021 834
আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী নভেম্বরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল। আসছে আন্তর্জাতিক সূচির জন্য শুক্রবার ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেন তিতে। নভেম্বরের এই সূচিতে নিজেদের প্রথম ম্যাচ আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের মাঠে। আর ব্রাজিল নিজেদের মাঠে আতিথ্য দেবে কলম্বিয়াকে।


নভেম্বরের সূচিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। ১৭ নভেম্বর আর্জেন্টিনার মাঠে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগ খেলতে যাবে ব্রাজিল।


এর আগে গত সেপ্টেম্বরে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসি-নেইমাররা। তবে সাও পাওলোয় শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা। এর মাঝেই আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ফিরতি লেগ।


বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ১১টি করে ম্যাচ খেলেছে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।


সূত্রঃ এসএনপি স্পোর্টস