ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ ৭ মিনিটের মধ্যে মেসি ও রদ্রিগো ডি পলের এগিয়ে ছিল আর্জেন্টিনা।
৬২ মিনিটে লওতারো মার্তিনেজের গোলে স্কোর লাইনে ব্যবধানটা আরও বড় হওয়ার ইঙ্গিত থাকলেও হয়নি। প্রথমার্ধেই অন্তত আরও দুই গোল পেতে পারত আর্জেন্টিনা।
উরুগুয়ে এ সময় পাল্লা দিয়ে খেলে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি। কিন্তু বিরতির পর লো সেলসো, রদ্রিগো ডি পল, লওতারো মার্তিনেজ ও মেসির কুশলী খেলার সঙ্গে আর পেরে ওঠেনি।
৯০ মিনিটে মেসি ও বদলি হয়ে নামা আনহেল দি মারিয়া উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরার পরীক্ষা নেন। দারুণ দক্ষতায় এ দুবার পাশ করলেও মেসির কাছে ‘ফেল’ করেন প্রথমার্ধেই।
আর্জেন্টিনার পক্ষে গোলগুলো করেছেন লিওনেল মেসি, রোদ্রিগো ডি পল এবং লাউতারো মার্টিনেজ। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।
সূত্রঃ প্রথম আলো / স্পোর্টসজোন২৪