বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া October 10, 2021 914
বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রবিবার দিনগত রাত ৩টায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। আর সোমবার ভোর সাড়ে ৫টায় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে।


• ব্রাজিল বনাম কলম্বিয়া


কলম্বিয়ার বিপক্ষেও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত ব্রাজিল। গত জুনে দুই দলের সবশেষ লড়াইয়ে ব্রাজিলের জয় ২-১ গোলের ব্যবধানে।


ব্রাজিল-কলম্বিয়া মুখোমুখি হয়ে খেলেছে মোট ৩৩ ম্যাচ। যেখানে ব্রাজিলের জয় ২০ ম্যাচে আর ড্র হয়েছে ১০টি। বাকি তিন ম্যাচে জিতেছে কলম্বিয়া।


• আর্জেন্টিনা বনাম উরুগুয়ে


শেষ পাঁচ ম্যাচে লিওনেল মেসিদের হারাতে পারেনি উরুগুয়ে। সবশেষ ২০১৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে জিতেছিলো সুয়ারেজরা।


সব মিলিয়ে একে অপরের মুখোমুখি হয়েছে ১৯০টি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ৮৮টিতে আর ড্র হয়েছে ৪৫ ম্যাচ। বাকি ৫৭ ম্যাচে জয়ীর বেশে মাঠ ছেড়েছে উরুগুয়ে।


উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।


উরুগুয়ের ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে কলম্বিয়া।


সূত্রঃ স্পোর্টসজোন২৪