ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, নেইমার ও রোনালদো

ফুটবল দুনিয়া October 9, 2021 788
ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, নেইমার ও রোনালদো

করোনার কারনে এক বছর বিরতির পর ফের দেওয়া হবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কার— ব্যালন ডি’অর। চলতি বছরে এই পুরস্কারের জন্য শুক্রবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।


তালিকায় রয়েছেন সময়ের তিন সেরা ফুটবলার— পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি-নেইমার ও ম্যানচেস্টার ইউনাইটডের ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া আছেন চেলসির জোর্গিনহো ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানদভস্কি।


পিএসজির আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও তার স্বদেশি ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তেও রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।চমক হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই ব্যালন ডি অরের মনোনয়ন পেয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মনোনয়ন পেলেন এই স্প্যানিয়ার্ড।


করোনার কারণে গত বছর ব্যালন ডি’অর দেওয়া হয়নি। তার আগে, ২০১৯ রেকর্ড ষষ্ঠবারের মতো এই পুরস্কার জেতেন মেসি। এবারও ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার তিনি। আর্জেন্টিনাকে ২০২১ কোপা আমেরিকা জিতিয়েছেন তিনি।


মেসির সঙ্গে ব্যালন ডি’অর জেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জোর্গিনহোর। গত মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ইতালিকে গত ইউরো কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।


এছাড়া ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনা রয়েছে তার চেলসির আরেক মিডফিল্ডার কান্তের হাতে। তবে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ২০২০-২১ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট-জয়ী পোলিশ স্ট্রাইকার লেওয়ানদভস্কি। গত মৌসুমে বুন্দেসলিগায় ৪১ গোল করেন তিনি। বায়ার্নের হয়ে জেতেন জার্মান লিগ।


বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: সিজার আজপিলিকুয়েতা (চেলসি, স্পেন), নিকোলো বারেল্লা (ইন্টার মিলান, ইতালি), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস, ইতালি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), জিওর্জিও কিয়েলিনি (জুভেন্টাস, ইতালি), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি, পর্তুগাল), জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, ইতালি), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), আর্লিং ব্রট হালান্দ (বরুসিয়া ডর্টমুন্ড, নরওয়ে), জোর্গিনহো (চেলসি, ইতালি), হ্যারি কেন (টটেনহাম, ইংল্যান্ড), এনগোলা কান্তে (চেলসি, ফ্রান্স), সাইমন কাইয়ার (এসি মিলান, ডেনমার্ক), রবার্ট লেওয়ানদভস্কি (বায়ার্ন মিউনিখ, পোল্যান্ড), রোমেলু লুকাকু (চেলসি, বেলজিয়াম), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি, আলজেরিয়া), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান, আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স), লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), জেরার্ড মোরেনো (ভিয়ারিয়াল, স্পেন), ম্যাসন মাউন্ট (চেলসি, ইংল্যান্ড), নেইমার (ব্রাজিল, পিএসজি), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড, পর্তুগাল), মোহামেদ সালাহ (লিভারপুল, মিসর), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড), লুইস সুয়ারেস (অ্যাতলেতিকো মাদ্রিদ, উরুগুয়ে)।


সূত্রঃ দেশ রূপান্তর