বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া October 6, 2021 955
বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৮ অক্টোবর মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দলগুলোর। এই সময় আলাদা ম্যাচে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা।


আগামী ৮ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে ব্রাজিল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৫ টা ৩০ মিনিটে।


অন্যদিকে ৮ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই খেলাটি হবে বাংলাদেশ সময় সকাল ৫ টায়।


উল্লেখ্য, ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪