কোপা চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন ম্যাচের সময় ঘোষণা

ফুটবল দুনিয়া September 30, 2021 1,364
কোপা চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন ম্যাচের সময় ঘোষণা

অবশেষে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে নিয়ে আয়োজিত হবে আন্তমহাদেশীয় ম্যাচ। আগামী বছর জুনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই আন্তমহাদেশীয় ম্যাচের তিনটি আসর আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। আগামী জুনের সঙ্গে আরও দুইবার হবে ‘কোপা ইউরোআমেরিকা’।


ভবিষ্যৎ প্রকল্পের অংশ হিসেবে লন্ডনে একটি যৌথ অফিস খোলা হবে বলেও জানিয়েছে উয়েফা। দুই বছর পরপর ফিফার বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলে নিয়ন্তা সংস্থা- উয়েফা ও লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা- কনমেবলের শক্ত অবস্থান নেওয়ার পরই এলো এই ম্যাচ আয়োজনের ঘোষণা।


নিজেদের ফুটবলের সম্পর্ক আরও প্রসারিত করার যে উদ্যোগ নিয়েছে দুই মহাদেশীয় সংস্থা, তারই অংশ আর্জেন্টিনা ও ইতালির ম্যাচ, বিবৃতিতে বলেছে উয়েফা।


উল্লেখ্য, গত ১০ জুলাই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। পরদিন ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শিরোপা জিতে নেয় ইতালি।


সূত্রঃ দেশ রূপান্তর