বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে রেখেই ৩০ জনের দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর খেলা লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে।
১৪ অক্টোবর ঘরের মাঠে খেলা পেরুর বিপক্ষে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বের টেবিলে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের পয়েন্ট ১৮। ২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রাজিল।
এমনিতে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচ জিতলে আরো নিশ্চিত করে ফেলবেন মেসিরা।
কোপা জেতার পর থেকে মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের জার্সিতে এ বারের বিশ্বকাপটাও তিনি জেতার জন্য মরিয়া।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, হেরমান পেজ্জেলা, নিকলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, জিওভানি লো চেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকো গঞ্জালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, জুলিয়ান আলভারেজ।
সূত্রঃ দেশ রূপান্তর / সময় টিভি অনলাইন