চ্যাম্পিয়ন্স লিগে মেসির অভিষেক ম্যাচে হোঁচট খেলো পিএসজি

ফুটবল দুনিয়া September 16, 2021 1,503
চ্যাম্পিয়ন্স লিগে মেসির অভিষেক ম্যাচে হোঁচট খেলো পিএসজি

পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকটা সুখকর হলো না লিওনেল মেসির। ক্লাব ব্রুগের সাথে ১-১ গোলে ড্র করেছে ফ্রেঞ্চ জায়ান্টরা।


প্যারিসের দলটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে নিজের ছায়া হয়ে থাকলেন লিওনেল মেসি। নেইমার ও কিলিয়ান এমবাপেও যেন খুঁজে ফিরলেন নিজেদের।


যদিও আন্দের হেরেরার গোলে ঠিকই এগিযে যায় তারা, কিন্তু নিজেদের মাঠে উজ্জীবিত ফুটবল খেলা ব্রুগের বিপক্ষে পেরে ওঠেনি মাওরিসিও পচেত্তিনোর দল।


প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। হেরেরা পিএসজিকে এগিয়ে নেওয়ার পর ব্রুজকে সমতায় ফেরান ব্রুগের হান্স ফানাকেন।


দ্বিতীয়ার্ধে এমবাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর পিএসজির আক্রমণভাগ যেন গুটিয়ে যায় আরও। শেষ দিকে মরিয়া চেষ্টা চালালেও গোল পাননি মেসি; রাঙাতে পারেননি নতুন দলের হয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক’।


সূত্রঃ স্পোর্টসজোন২৪