আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম দিনে মাঠে নামছে যারা

ফুটবল দুনিয়া September 14, 2021 1,228
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম দিনে মাঠে নামছে যারা

আবারও ফিরছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই তথা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২০২২ মৌসুমের মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে আজ (মঙ্গলবার) রাত থেকে।


বরাবরের মতো এবারও সর্বমোট ৩২টি দল অংশ নেবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। যেখানে মোট আটটি গ্ৰুপে (প্রত্যেকটিতে সমান ৪টি করে দল) বিভক্ত হয়ে লড়বে দলগুলো।


উদ্বোধনী দিনেই এবার রয়েছে হাইভোল্টেজ কয়েকটি ম্যাচ। যার মধ্যে অন্যতম আকর্ষণ হয়ে থাকবে বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখের মধ্যকার লড়াই।


আগের মৌসুমেই বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা এবার চাইবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে সেই লজ্জাজনক হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে।


অপরদিকে মোটেও ছেড়ে কথা বলবে না বায়ার্নও। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১ টায়। বার্সা-বায়ার্নের ম্যাচসহ ইউসিএলের উদ্বোধনী দিনেই সর্বমোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


• এক নজরে ইউসিএলের আজকের ম্যাচগুলোর সময়সূচি দেখে নিন:


বিএসসি ইয়ং বয়েজ-ম্যানচেস্টার ইউনাইটেড (রাত ১০.৪৫ মিনিট)

সেভিয়া-সালজবুর্গ (রাত ১০.৪৫ মিনিট)

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ (রাত ১ টা)

ভিয়ারিয়াল-আটালান্টা (রাত ১ টা)

চেলসি-জেনিত সেন্ট পিটার্সবুর্গ (রাত ১ টা)

মালমো-জুভেন্টাস (রাত ১ টা)

লিলে-ওলফসবুর্গ (রাত ১ টা)

ডাইনামো কিয়েভ-বেনফিকা (রাত ১ টা)


এবারের ম্যাচগুলো সনি পিকচার্স নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া সনি লিভ অ্যাপসহ আরও অনেক স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করেও সরাসরি উপভোগ করা যাবে ইউরোপিয়ান জায়ান্টদের লড়াই।


সূত্রঃ স্পোর্টসজোন২৪