বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি

ফুটবল দুনিয়া September 8, 2021 995
বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, দেখে নিন সময়সূচি

ব্রাজিলের বিপক্ষে বাতিল হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দিন কয়েক না পেরোতেই আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। এবার আলবেসিলেস্তেদের সামনে বলিভিয়া।


নিজেদের মাঠে আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে বলিভিয়াকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে লিওনেল স্কালোনির দল।


বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে সেরা একাদশের বেশ কয়েকজনকে পাবে না আর্জেন্টিনা। ইংলিশ প্রিমিয়ার লিগের চার ফুটবলার এমি মার্টিনেজ,ক্রিস্টিয়ান রোমেরো, জিওভান্নি লো সেলসো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়াকে এই ম্যাচে পাবে না আলবেসিলেস্তেরা।


সেরা একাদশ না পেলেও ঠিকই জয়ের জন্য লড়াই করবে আর্জেন্টিনা। প্রথম লেগের খেলায় এই বলিভিয়াকেই তাদের মাঠে ১-২ গোলের ব্যবধানে পরাজিত করে ইতিহাস গড়েছিলো মেসিরা।


এবার ঘরের মাঠে আরও একটি জয় তুলে নিয়ে কাতার বিশ্বকাপের পথে আরও একধাপ এগিয়ে যেতে চাইবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কি পারবে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে নাকি অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে স্তম্ভিত করে দেবে বলিভিয়া? জানতে হলে অপেক্ষা করতে হবে শুক্রবার সকাল পর্যন্ত!


সূত্রঃ স্পোর্টসজোন২৪