ম্যানইউতে রোনালদোর প্রথম ম্যাচের টিকিট সাড়ে ৩ লাখ টাকা

ফুটবল দুনিয়া September 4, 2021 700
ম্যানইউতে রোনালদোর প্রথম ম্যাচের টিকিট সাড়ে ৩ লাখ টাকা

ক্রিশ্চিয়ানো রোনালদোর এক ঝলক পেতে সাড়ে তিন লাখ। শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিশ্চিয়ানোর ম্যান ইউতে দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে। নিউ ক্যাসেলের বিরুদ্ধে নামবে রেড ডেভিলসরা। ইংল্যান্ডের ‘দ্য সানের’ খবর অনুযায়ী সেই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে আড়াই হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে তিন লাখ টাকার উপরে।


বিশ্বকাপকে সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্তম স্পোর্টিং ইভেন্ট বলা হয়। কিন্তু বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য সাধারণত সাড়ে তিন লাখ ছাপিয়ে যাওয়ার খুব বেশি নজির নেই। রোনালদোর মার্কেট ভ্যালু নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে। বিশ্ব ফুটবলের পিনআপ বয়কে নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আতুঁর ঘরে উন্মাদনার পারদ তুঙ্গে। টিকিটের হাহাকার পড়ে গিয়েছে।


মেসি প্যারিস সাঁজাতে সই করার পর ফরাসি ক্লাবের জার্সির মূল্য একলাফে অনেক বেড়ে গিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটিকে নিয়ে রোনালদোপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ বেশ কয়েকদিন ধরেই চড়তে শুরু করেছিল। দেশের জার্সিতে ইরানের আলি দাইয়ের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর সেটা আরও বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই টিকিট নিঃশ্বেষ।


সিআর সেভেনের ফ্যান তালিকায় যোগ হয়েছে রানি এলিজাবেথের নাম। তার সই করা জার্সি চেয়েছেন ব্রিটেনের রানি। সুত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে, তিনি রোনালদোরর নাম এবং জার্সি নম্বর সহ বেশ কয়েকটি জার্সি চেয়েছেন।


তারমধ্যে যেন পর্তুগিজ তারকার নিজের হাতে সই করা জার্সি থাকে সেই অনুরোধও করেন রানি এলিজাবেথ। তবে এই বিষয়ে করা টুইট পরবর্তীকালে মুছে দেওয়ায় খবরের সত্যতা যাচাই করা যায়নি। – দ্য সান/ আমাদের সময়