ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া September 2, 2021 887
ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে তাদেরই মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।


সদ্যই কোপা আমেরিকার শিরোপা জয় করায় বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। দলের ফুটবলাররাও আছেন দারুন ফর্মে। সেই সাথে দীর্ঘদিন পর দলে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো ডিবালা।


সবমিলিয়ে বেশ ভালো অবস্থানে থেকেই আগামীকাল ভেনিজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এবারের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুরুটা দারুন হলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে আলবেসিলেস্তেরা। কোপা আমেরিকার আগের দুই ম্যাচসহ টানা তিন ম্যাচ ড্র করে পয়েন্ট হারায় মেসিরা।


সেই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে আর্জেন্টিনা। যে পথে অনুপ্রেরণা হয়ে থাকবে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের সুখস্মৃতি। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা।


সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে ভেনিজুয়েলা। শীর্ষে থাকা ব্রাজিলের সংগ্রহ ১৮ পয়েন্ট। - স্পোর্টসজোন২৪