জুভেন্টাসের চেয়েও কম বেতনে ম্যান ইউতে খেলবেন রোনালদো

ফুটবল দুনিয়া August 31, 2021 663
জুভেন্টাসের চেয়েও কম বেতনে ম্যান ইউতে খেলবেন রোনালদো

এক যুগ পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের ছেলেকে ফিরে পেয়ে দারুন খুশি রেড ডেভিল ভক্ত-সমর্থকরাও।


শুধু কি ফিরেছেন রোনালদো? ফেরার পথে বলি দিয়েছেন কাড়ি কাড়ি অর্থ উপার্জনের সুযোগও। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে জুভেন্টাসের চেয়ে অনেক কম বেতনই পাবেন এই পর্তুগীজ তারকা।


প্রথমে জানা গিয়েছিল, প্রতি সপ্তাহে ৫ লাখ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা, বেতন নেবেন রোনালদো। কারণ জুভেন্টাসে তাকে এই বেতনই দেওয়া হত। বছরে সেটা দাঁড়াচ্ছে ২৬ মিলিয়ন পাউন্ড বা ২৬ কোটির কিছুটা বেশি।


যদিও সূত্রমতে, ম্যানচেস্টার ইউনাইটেডে স্বেচ্ছায় কম বেতন নিয়ে খেলতে রাজি হয়েছেন রোনালদো। যে ক্লাব সবার আগে বিশ্বের দরবারে তাকে চিনিয়েছে সেটা এই ম্যানচেস্টার ইউনাইটেড।


সেই ক্লাবের জন্য অনেকটাই বেতন কমালেন সিআরসেভেন। চুক্তি অনুযায়ী, সপ্তাহে ৩,৮৫,০০০ পাউন্ড নেবেন তিনি। হিসেব করে দেখা যাচ্ছে, জুভেন্টাসের থেকে অন্তত ৬ মিলিয়ন পাউন্ড বা ৬০ কোটি টাকা কম নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪