রেফারিকেই ভূপাতিত করলেন রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো

ফুটবল দুনিয়া August 29, 2021 907
রেফারিকেই ভূপাতিত করলেন রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো

একবার গ্যারেথ বেল মজা করে বলেছিলেন, ‘ক্যাসেমিরো হলো আমাদের ম্যাকেলেলে। আমাদের গোলমুখে যেই আসুক সে ট্যাকেল করবেই যদি সে রেফারিও হয়।’ এবার বেলের সেই কথায় যেন সত্যি হয়ে গেলো।


লিগ ম্যাচে গতরাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচেই ড্র করে মাঠ ছাড়ায় এই ম্যাচে একটু চাপেই ছিলো রিয়ালের ফুটবলাররা। যদিও কার্বাহালের গোলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাংকসরা।


রিয়াল ম্যাচ জিতলেও এই ম্যাচে মজার এক কাহিনী ঘটিয়ে বসেন তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। বল দখলে নিতে গিয়ে ম্যাচ পরিচালনাকারী রেফারি হার্নান্দেজ হার্নান্দেজকেই ট্যাকেল করে বসেন রেফারি।


ক্যাসেমিরোর কড়া ট্যাকেলে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হননি রেফারি। যে কারণে ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪