ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে যেতে চায় রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিও এমবাপ্পেকে পাওয়ার জন্য মরিয়া। এমবাপ্পেকে নপেতে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে মাদ্রিদ।
পিএসজিও এমবাপ্পেকে ছাড়তে রাজি হয়েছে তবে এই প্রস্তাব এমবাপ্পেকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, পিএসজির শর্ত মানলেই রিয়াল মাদ্রিদে যেতে পারবেন এমবাপ্পে।
২০১৭ সালে মোনাকো থেকে প্রায় ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার নাম। তবে মোনাকো থেকে যে দামে কেনা হয়েছে সেই পরিমাণ মূল্যের প্রস্তাব পেলে তাকে এমবাপ্পেকে ছাড়তে রাজি পিএসজি।
স্প্যানিশ পত্রিকা মার্কায় দেয়া এক সাক্ষাতকারে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন বিষয়টি। মাদ্রিদের প্রস্তাব যথেষ্ট মনে করি না।
আমি দর মূল্য প্রকাশ করতে চাচ্ছি না তবে ১৬০ মিলিয়নের আশেপাশে হবে। আমরা তার জন্য যা দিয়েছি (মোনাকোকে ১৮০ মিলিয়ন) তার থেকে কম প্রস্তাব এসেছে। এটা যেভাবে করা হয়েছেন তা অসম্মানজনক।”
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি