বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন সময়সূচি

ফুটবল দুনিয়া August 20, 2021 881
বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন সময়সূচি

কোপা জয়ের মাত্র এক মাস পেরোতে না পেরোতেই আবারও মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী মাসের শুরুতেই কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের ম্যাচে লড়বে আলবেসিলেস্তেরা।


ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতলেও বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে সেলেকাওদের পেছনে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচের সবগুলো যেখানে জিতেছে ব্রাজিল সেখানে আর্জেন্টিনা জিতেছে ৩ ম্যাচে, অপরদিকে ড্র করেছে আরও ৩ ম্যাচ।


সবমিলিয়ে এবারের বাছাইপর্বের তিনটি ম্যাচ আর্জেন্টিনার জন্য দারুন গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচে জিতে ব্রাজিলের উপর চাপ বাড়াতে চাইবে লিওনেল স্কালোনির দল।


সেপ্টেম্বরে মোট তিনটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে ভেনিজুয়েলা, ব্রাজিল এবং বলিভিয়া।


• আর্জেন্টিনার ম্যাচগুলোর সময়সূচী দেখে নিন এক পলকে-


ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা আর্জেন্টিনা [৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৬টা]


ব্রাজিল বনাম আর্জেন্টিনা [৬ সেপ্টেম্বর (সোমবার) রাত ১টা]


আর্জেন্টিনা বনাম বলিভিয়া [১০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৫টা ৩০ মিনিট]


সূত্রঃ স্পোর্টসজোন২৪