উয়েফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার করা তিন জনের সেই তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার সাবেক ও পিএসজির বর্তমান তারকা লিওনেল মেসির।
সেই তালিকায় নেই জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও পিএসজির ১০ নম্বরধারী নেইমার জুনিয়রও। তালিকায় থাকা তিনজন হলেন চেলসির এনগোলো কন্তে, জর্জিনহো ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।
ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে ও ইংলিশ ক্লাব চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। অন্যদিকে, ইউরোতে ব্যর্থ হলেও ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন কন্তে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মাতিয়েছেন তিনি। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইনে। এ বছর এরই মধ্যে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন তিনি।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন