লিওনেল মেসি এখন পিএসজির। কিন্তু ফরাসি ক্লাবটির হয়ে এই আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামবেন কবে? এই প্রশ্নের উত্তর জানতে ব্যাকুল সবাই।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, ২৯ অক্টোবর পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই দিন লিগ ওয়ানে রিমসের বিপক্ষে ম্যাচ প্যারিসের ক্লাবটির।
পিএসজিতে নাম লেখানোর পর মেসি এখন নিজেকে মাঠের জন্য তৈরি করছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে থাকায় প্রাক মৌসুম পর্বে অনুশীলনে ছিলেন না মেসি। অবশ্য বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ওই সময় জুড়ে ‘ফ্রি এজেন্ট’ ছিলেন তিনি।
মেসি বার্সেলোনার সঙ্গে চলতি গ্রীষ্মের শুরুতে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যায় ক্লাবটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে ব্যর্থ হয়।
সূত্রঃ স্পোর্টসজোন২৪