আতশ বাজি ফুটিয়ে মেসিদের বরণ করে নিল পিএসজির সমর্থকেরা

ফুটবল দুনিয়া August 15, 2021 826
আতশ বাজি ফুটিয়ে মেসিদের বরণ করে নিল পিএসজির সমর্থকেরা

পার্ক দ্যা প্রিন্সেসে বাদ্য বাজিয়ে, আতশ বাজি ফুটিয়ে মেসিদের বরণ করে নেয় পিএসজি সমর্থকেরা। রঙিন ধোয়ার মাঝ দিয়ে মাঠে নামলেন লিওনেল মেসি, এরপর একে একে আসলে সার্জিও রামোস, আশ্রাফ হাকিমি, গিনি উইনালডম ও জিয়ানলুজি দোন্নারুমা।


দলের নতুন ৫ খেলোয়াড়কে এক সাথে পেয়ে কিছু পিএসজি সমর্থকের আনন্দে আত্মহারা হতেও দেখা গিয়েছে। মেসি-রামোসদের বরণ করে নিতে যেন এক রাশ প্রস্তুতি নিয়েই এসেছিলেন এসব সমর্থকেরা। যদিও গত রাতের ম্যাচে গ্যালারিতে বসেই দেখেছেন লিওনেল মেসি, সার্জিও রামোস এবং জিয়ানলুজি দোন্নারুমা।


পিএসজি সমর্থকদের এমন বরণ করে নেওয়ায় বেশ খুশি হয়েছেন লিওনেল মেসি। গণমাধ্যমকে মেসি বলেন, “এটা আমার জন্য বিশেষ একটি সপ্তাহ। এমন বরণ করে নেয়ায় সবাইকে ধন্যবাদ দিতে চাই।”


পিএসজি সমর্থকেরা দুই মিনিট ধরে মেসির নামে চ্যান্ট করেছেন। শুধু মেসিই নয়, সার্জিও রামোসকে নিয়েও চ্যান্ট করেছেন তারা। তাই তো সার্জিও রামোস বলে উঠলেন, “এটা আমার জন্য একটি বিশাল দিন। আমাদের একটি দল আছে যা সব ট্রফি জিততে সক্ষমতা রাখে।”


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি