নেইমার ১০ নম্বর জার্সি দিতে চাইলেও রাজি হননি মেসি

ফুটবল দুনিয়া August 11, 2021 1,119
নেইমার ১০ নম্বর জার্সি দিতে চাইলেও রাজি হননি মেসি

বর্তমান সময়ের সেরা ফুটবলার বলা হয় মেসিকে। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার। কেড়েছেন কোটি ভক্তের মন


নতুন খবর হচ্ছে, দুজনের মধ্যে সম্পর্কটা অন্যরকম। তাই লিওনেল মেসিকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নিজের ১০ নম্বর জার্সিতে দিতে চেয়েছিলেন নেইমার। কিন্তু মেসি বন্ধুর জার্সি নম্বর কেড়ে নিতে রাজি হননি।


তাই ১০ নম্বর জার্সিটা নেইমারেরই থাকছে। তাহলে কত নম্বর জার্সি পরে পিএসজিতে খেলবেন তিনি? এমন প্রশ্ন ছিল অনেকেরই। অবশেষে জানা গেল সেটা।


৩০ নম্বর জার্সিতেই পিএসজির হয়ে মাঠ মাতাবেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনায় অভিষেকের সময়ও ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি। তাই নতুন অধ্যায়ের শুরুতেও ফিরে গিয়েছেন পুরোনো সেই নম্বরেই।


মঙ্গলবার নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়া। এদিনই প্যারিসে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো সমর্থক। পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। - অনলাইন