আর্জেন্টিনার হয়ে প্রথম কোনো ট্রফি জিতেছেন এ বছর। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ট্রফি জয়ে লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণ হয়। ট্রফি জয়ের এক মাস না যেতেই মেসি পেলেন দুঃসংবাদ; লা লিগার নিয়মের কারণে থাকতে পারছেন না বার্সেলোনায়। শেষ পর্যন্ত ছাড়তেই হচ্ছে নিজের ঘর নিজের বাড়ি মনে করা প্রিয় ক্লাবকে।
রোববার (৮ আগস্ট) বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে জানালেন মেসি এমন বিদায় চাননি। ন্যু ক্যাম্পের দর্শকদের ভালোবাসায় হয়তো বিদায় নিতে চেয়েছিলেন; আরও রঙিন ভাবে। করোনার কারণে প্রায় দেড় বছর ধরে দর্শক ছাড়াই খেলতে হচ্ছে মেসিদের। মেসি দর্শকবিহীন বিদায় চাননি।
মেসি বলেন, ‘খুব কষ্টের এটা, দেড় বছর ধরে ভক্তদের ছাড়া। আমি একেবারে অন্যভাবে বিদায় বলতে চেয়েছিলাম। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি আমার সবটুকু দিয়েছি। একদিন আশা করি ফিরব। বাচ্চাদের কথা দিয়েছি। আমি এই ক্লাবকে সেরা হতে সহায়তা করতে চাই।’
মেসি আরও জানালেন বার্সার সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা। আমার নতুন চুক্তি সম্পন্নই ছিল। সব চূড়ান্ত ছিল। আমি এখানে থাকতে চেয়েছিলাম। যখন আমি ছুটি কাটিয়ে আসি এটা সম্পন্ন হয়। শেষ সময়ে লা লিগার নিয়মের কারণে এটা সম্পন্ন হয়নি।'
‘এটা সত্যিই খুব কঠিন (সিদ্ধান্ত)। আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। গত বছর আমি নিজেই চেয়েছিলাম বার্সেলোনা ছেড়ে যেতে। তখন একটা যুক্তি কাজ করছিল। কিন্তু গত এক বছরে আমি এখানে ছিলাম। আমার পরিবার এবং আমি নিজেও চেয়েছিলাম এখানে থাকতে। এটা তো আমার বাড়ি। এখানেই থাকতে চেয়েছি আমি।’
‘অথচ আজ আমাকে গুডবাই বলতে হচ্ছে। খুব কম, মাত্র ১৩ বছর বয়সে আমি এখানে এসেছি। ২১ বছর পর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার স্ত্রী এবং তিন কাতালান-আর্জেন্টাইন সন্তানসহ।
আমাকে এই শহর ছেড়ে যেতে হচ্ছে, অথচ এটা আমাদের নিজেদের বাড়ি। এখানকার সব কিছুর জন্যই আমি গর্বিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সতীর্থ এবং যারা আমার আশ-পাশে ছিলেন সবার প্রতি।’
সূত্রঃ রাইজিংবিডি/ জাগোনিউজ২৪