বার্সেলোনায় মেসির শেষ সংবাদ সম্মেলন আজ

ফুটবল দুনিয়া August 8, 2021 616
বার্সেলোনায় মেসির শেষ সংবাদ সম্মেলন আজ

অবশেষে বিদায় জানানোর ক্ষণ চলেই এলো। দীর্ঘ ২১ বছরের সম্পর্ককে ছিন্ন করে আজ রোববার বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে দেবেন রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। যে ক্লাবের হাত ধরে মেসি হয়ে উঠেছেন অনন্য, সে ক্লাবে আজ তাঁর শেষ সংবাদ সংবাদ সম্মেলন।


মেসি-বার্সার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে দুদিন হলো। তবে, এ দুদিনে গণমাধ্যমে ঝড় গেলেও নীরব ছিলেন মেসি। বিদায় নিয়ে কোনো কথাই বলেননি। আজ সব নীরবতা ভেঙে সংবাদ সম্মেলনে আসবেন ক্লাবটির হয়ে সর্বাধিক ম্যাচ খেলা আর্জেন্টাইন তারকা।


আজ রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বার্সেলোনায় মেসির শেষ সংবাদ সম্মেলন। মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। সেইসঙ্গে সংবাদ সম্মেলনও করেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা।


খোলাসা করেছেন কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা। আজ মেসিও জানাবেন ন্যু-ক্যাম্প নিয়ে নিজের স্মৃতির কথা। মেসির শেষ সংবাদ সম্মেলন প্রচারিত হবে বার্সা টিভিতে।


সূত্রঃ এনটিভি অনলাইন