সেমিফাইনালে উঠার ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল। দুর্দান্ত ছন্দে রয়েছেন সেলেসাওদের অভিজ্ঞ ফুটবলাররা। কোপা আমেরিকা শেষ করে আসা রিচার্লিসনের উপর ভরসা রাখছে দল।
জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে টোকিও যাত্রা শুরু করে ব্রাজিলিয়ানরা। এরপর আইভরিকোস্টের সাথে ড্র হলেও সৌদির বিপক্ষে জয় পেয়ে ছন্দে ফিরে দল। মিশরের বিপক্ষে নামার আগে ফেভারিট সেলেসাওরা।
তবে আফ্রিকার দেশটায় রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। ইব্রাহিম আদেল, নাসের মাহেররা জ্বলে উঠলে কঠিন পরীক্ষায় পড়তে হবে ব্রাজিলকে। - সময় টিভি অনলাইন