টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে লড়বে আলবেসিলেস্তেরা। সায়তামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বাজেভাবে অলিম্পিকে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। যদিও দ্বিতীয় ম্যাচে এসেই মিশরকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেয় বাতিস্তার দল।
অপরদিকে স্পেনও শুরুর ম্যাচে খায় ধাক্কা। মিশরের সাথে ড্র করে পয়েন্ট হারিয়ে অলিম্পিক মিশন শুরু করে লা রোহিতারা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে যদিও গ্ৰুপের শীর্ষস্থান ধরে রেখেছে দে লা ফুয়েন্টের দল।
আজকের ম্যাচে তাই জয় পাওয়া জরুরি আর্জেন্টিনার। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে হলে থাকতে হবে গ্ৰুপের সেরা দুই পজিশনের মধ্যে। দুই ম্যাচ শেষে শীর্ষে থাকা স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট। অপরদিকে অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট।
আজকের ম্যাচে স্পেনকে হারাতে পারলে কোন সমীকরণ ছাড়ায় শেষ আটে পৌঁছে যাবে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে পরাজিত হলেও পরের রাউন্ডে যাওয়ার খানিক সম্ভাবনা থাকবে লাতিন দলটির, কিন্ত সেক্ষেত্রে মিশরের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হতে হবে অস্ট্রেলিয়াকে।
স্পেনকে হারাতে পারলেই সোজাসুজি পরের রাউন্ডে চলে যাবে আলবেসিলেস্তেরা। কিন্ত কাজটা যে মোটেও সহজ হবে না সে কথা বিনা দ্বিধায়ই বলা যায়। - স্পোর্টসজোন২৪