কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটে গুঞ্জন উঠেছিল টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন দেশের কিংবদন্তী ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বিসিবি সভাপতি গুঞ্জনের হাওয়া বদলে দিয়েছিল।
তিনি জানান, এ বিষয়ে মাহমুদুল্লাহ বোর্ডকে কিছু জানাননি। তবে এবার গুঞ্জন সত্যি হলো। হারারে টেস্ট দিয়েই যে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ক্রিকেটাররা, সতীর্থদের গার্ড অব অনার দেখে তা স্পষ্ট।
রোববার (১১ জুলাই) খেলা শুরু আগে মাহমুদুল্লাহকে গার্ড অব অনার দিয়ে মাঠে নিয়ে আসেন বাংলাদেশের খেলোয়াড়রা। অর্থাৎ হারারে দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্ট চলাকালে রিয়াদ তার সিদ্ধান্ত সতীর্থদের জানালেও এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে সুযোগ পেয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে রিয়াদ নিজের জাত চিনিয়েছেন হারারে টেস্টের প্রথম ইনিংসে। তবে দীর্ঘ সময় দলে ব্রাত্য থাকা রিয়াদ এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান।
সমর্থকদের কাছে এই খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মত ঠেকেছে। অনেকেই রিয়াদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ মনে করছেন, ফর্ম থাকাকালে অবসরের সিদ্ধান্ত নিয়ে বোর্ডকে সমুচিত জবাব দিতে পারবেন রিয়াদ। কেউ আবার বিষয়টিকে তুলে ধরেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে টেস্ট ক্রিকেটে অনীহা সৃষ্টির উদাহরণ হিসেবে।
বিসিবি রিয়াদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছে, রিয়াদও এখনও দেননি আনুষ্ঠানিক বিবৃতি। তবে রিয়াদের অবসরের গুঞ্জন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। - বিডি২৪লাইভ