এক নজরে দেখে নিন কোপায় কে কোন পুরস্কার জিতলেন

ফুটবল দুনিয়া July 11, 2021 945
এক নজরে দেখে নিন কোপায় কে কোন পুরস্কার জিতলেন

ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচালো আর্জেন্টনা। ১৯৯৩ সালের পর আবারও কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো আলবেসিলেস্তেরা।


কোপা আমেরিকায় এবার আর্জেন্টাইনদের জয়জয়কার। ব্যক্তিগত সকল পুরস্কারই বাগিয়ে নিয়েছে লিওনেল স্কালোনির দল। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোপার পুরস্কার গেলো কার কার ঘরে।


• দলীয় পুরস্কার


চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা

রানার্সআপ: ব্রাজিল

থার্ড প্লেস: কলম্বিয়া

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল


• ব্যক্তিগত পুরস্কার


গোল্ডেন বল (সেরা খেলোয়াড়)


টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দুই জন। যৌথভাবে পুরস্কারটি ভাগাভাগি করেছেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র।


গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা)


লিওনেল মেসি (৪ গোল)


গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক)


এমি মার্টিনেজ


এবারের কোপা চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি। যা গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি।


অপরদিকে রানার্সআপ ব্রাজিল পেয়েছে আর রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি।


এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪