কোপার ফাইনাল শেষে কে কি পুরষ্কার পেলেন দেখে নিন

ফুটবল দুনিয়া July 11, 2021 1,046
কোপার ফাইনাল শেষে কে কি পুরষ্কার পেলেন দেখে নিন

অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ফল বোধ হয় আসে এভাবেই। স্বপ্নপূরণ করে। লিওনেল মেসির মতো কেউ ভুলে যান ঠিকঠাক জাল খুঁজে নিতে। তবুও কাছে চলে আসে শিরোপা। কতটা কাছে? ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতেও যেটা স্পর্শ করা হয়নি অন্তত তিনবার। সেই অধিকার প্রতিষ্ঠা হয় যতটা কাছে এলে, ততটা।


কোপা আমেরিকা ২০২১- চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধুই কি তাই? নিজের অধরা সেই শিরোপা জয়ের পথে লিওনেল তো নিজের করেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেটা বোধ হয় না হলেও হতো। কিন্তু মেসির যে শিরোপাটা খুব দরকার ছিল।


ওই পথে যদি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। তাহলে মন্দ কী? লিওনেল মেসি করলেন সেটাই। টুর্নামেন্টটাই হয়ে থাকল তার সব আকাঙ্ক্ষা পূরণের। কোপা আমেরিকা ২০২১: গোল্ডেন বুট ও বল পেলেন মেসি


মেসির আর আর্জেন্টিনার অর্জনের রাতে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের গোলদাতা ডি মারিয়া হয়েছেন ম্যাচসেরা। -আমাদের সময়