রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ফুটবল ভক্ত থেকে শুরু করে বোদ্ধাদের মাঝে চলছে কথার লড়াই। কোথাও কোথাও সেটি রূপ নিয়েছে মারামারিতেও। পছন্দের দলই শিরোপা জিতবে বলে দাবি করছে সবাই। তবে সবকিছুরই সমাপ্তি হতে যাচ্ছে রবিবারের সেই ফাইনালের মধ্য দিয়ে।
ব্রাজিল ও আর্জেন্টিনা সর্বশেষ কোনো ফাইনালে খেলেছে ১৪ বছর আগে। ২০০৭ সালের কোপার সেই ফাইনালটি হয়েছিল ভেনিজুয়েলার মারাকাইবোতে। সেবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ট্রফি জিতেছিল ব্রাজিল।
ম্যাচের চতুর্থ মিনিটেই জুলিও বাপতিস্তার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। পরে আত্মঘাতী গোল করেন আর্জেন্টিনার রবার্তো আইলা। আলবিসেলস্তেদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দানি আলভেজ। ম্যাচের ৬৯তম মিনিটে গোল করেন তিনি। ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও ০-৩ গোলে হেরেছিল আর্জেন্টাইনরা।
ব্রাজিলের গোলবার লক্ষ্য করে ৬টি শট নিলেও একটি গোলও দিতে পারেননি তারা; অন্যদিকে ৪টির মধ্যে ৩টিতেই গোল দিয়ে দেয় ব্রাজিল! সেবারের ফাইনালে মাসচেরানো-তেভেজ-রিকেলমের সঙ্গে ছিলেন মেসিও। শেষবারের ফাইনালে দুই দলের মধ্যে একমাত্র মেসিই খেলবেন এই ম্যাচে। মেসির কাছে তাই এই ফাইনাল হতে পারে প্রতিশোধের মঞ্চ।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন