কোপায় গোল্ডেন বুট ও বল জেতার দৌড়ে শীর্ষে আছেন যারা

ফুটবল দুনিয়া July 9, 2021 1,379
কোপায় গোল্ডেন বুট ও বল জেতার দৌড়ে শীর্ষে আছেন যারা

শেষ দিকে চলে এসেছে কোপা আমেরিকা ফুটবলের লড়াই। টুর্নামেন্টে টিকে আছে দুই দল। তৃতীয় স্থান নির্ধারণসহ ম্যাচ বাকি কেবল দুইটি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সমীকরণও অনেকটা পরিষ্কার। এক গোলে এগিয়ে থাকা লিওনেল মেসি নাকি অন্য কেউ? কে জিতবেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড?


এবার কোপায় দারুণ খেলছেন মেসি। গোল করছেন, করাচ্ছেনও। ৪ গোল নিয়ে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন সবার উপরে। মজার কথা হলো কোপায় এর আগে কখনো গোল্ডেন বুট জেতা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের।


তার পেছনে যে আছেন সেই লাউতারো মার্টিনেজের গোল ৩ টি। মেসিকে টপকাতে হলে মার্টিনেজকে ফাইনালে গোল করতে হবে দুটি। একটি করলে হবে সমান সমান।


ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিলের নেইমার ও লুকাস পাকুয়েতার দুটি করে গোল। মেসির সমান্তরালে আসতে তাদের করতে হবে ডাবল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দুই দল পেরুর আন্দ্রে কারিল্লো ও গিয়ানলুকা লাপাদুলা এবং কলম্বিয়ার লুইজ দিয়াজেরও দুটি করে গোল।


মেসিকে টপকিয়ে গোল্ডেন বুট জেতা কঠিন নেইমার, পাকুয়েতাসহ দুই গোল করা ৫ জনের। মেসির সতীর্থ লাউতারো মার্টিনেজের একটা সুযোগ থাকবে।


কারণ ফাইনালে মেসি ব্রাজিলের জালে বল পাঠাতে মার্টিনেজকে ব্যবহার করার চেষ্টা করবেন বেশি। ইন্টার মিলানের এই স্ট্রাইকার ইতোমধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে ও ভরসাস্থলে ঢুকে গেছেন। তাই গোল্ডেন বুটের লড়াইটা মেসির সঙ্গে হতে পারে তারই সতীর্থ মার্টিনেজের সঙ্গে।


এদিকে শুধু গোল্ডেন বুটই নয় গোল্ডেন বলটাও জিততে পারেন মেসিই। শুধু সর্বোচ্চ গোল নয় সর্বোচ্চ এসিস্টও মেসির দখলেই। এখন পর্যন্ত ৫ টি এসিস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যা কোপার ইতিহাসে এক টুর্নামেন্টে সর্বোচ্চ। মেসি মার্তিনেজকে দিয়ে ২, ডি পল, দারিও গোমেজ ও রদ্রিগেজকে দিয়ে ১ টি করে গোল করিয়েছেন।


টুর্নামেন্টে আর্জেন্টিনা এখন পর্যন্ত গোল করেছে ১১ টি। যেখানে ৫ টি এসিস্ট ও ৪ গোল আছে মেসির। অর্থাৎ ৯ টি গোলেই অবদান আছে লিওর। এতো এসিস্ট আর গোল নেই কোন ফুটবলারের।


কেননা এসিস্টের দিক থেকেও তার ধারে কাছে নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ এসিস্ট নেইমারের। দুইটি এসিস্ট করেছেন তিনি। এছাড়া অন্যান্য সবার সর্বোচ্চ একটি এসিস্ট আছে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪