১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে প্রথম সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখে ব্রাজিল।
আগামী রবিবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬ টায় শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সেই ১৯৯৩ সালের পর ২৮ বছর ধরে আর কোনো শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। সবশেষ ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়। ২০০৪ সালেও কোপার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
তবে কোপার ফাইনালের ইতিহাসে সবশেষ এই দুই ম্যাচ ছাড়া আরো ৮ বার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে কখনোই জিততে পারেনি ব্রাজিল। অর্থাৎ কোপায় ১০ বার ফাইনালে দেখায় ৮ বারই ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।
২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।
তবে কোপা আমেরিকায় মুখোমুখি দেখায় এগিয়ে আছে ব্রাজিল। ৩০ বারের মোকাবিলায় ১৫ বার জিতেছে নেইমাররা। ১০ বার জিতেছে আর্জেন্টিনা। ৮ ম্যাচ ড্র হয়েছে।
আবার টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
কোপা আমেরিকায় সবশেষ দেখায় ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়। তবে সবশেষ ফ্রেন্ডলি ম্যাচে ২০১৯ সালেই ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪