আর্জেন্টিনাকে হারিয়েই কোপার জিততে চান নেইমার

ফুটবল দুনিয়া July 6, 2021 1,540
আর্জেন্টিনাকে হারিয়েই কোপার জিততে চান নেইমার

নিজেদের দেশে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে হট ফেভারিট ব্রাজিল। প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেলেকাওরা।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের জয়সূচক একমাত্র গোলটি করেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তবে এই গোলের পুরো কৃতিত্ব ছিল সেরা তারকা নেইমারের।


পেরুর তিনজন তারকাকে নিজের ড্রিবলিং স্কিল দিয়ে বোকা বানিয়ে ডিবক্সের ভেতরে পাকেতার দিকে বল বাড়ান নেইমার। সেই বলে গোল করতে কোন সমস্যাই হয়নি মাঝ মাঠের এই তারকার।


ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে আগামীকাল। কলম্বিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে যারা জিতবে তারা ব্রাজিলের বিপক্ষে ফাইনালে লড়াই করবে।


কিন্তু এই ম্যাচের আগে নেইমার জানিয়ে দিলেন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান। আজকে পেরুর বিপক্ষে ম্যাচের পর নেইমারের কাছে এই প্রশ্ন করা হলে নেইমার বলেন, “ফাইনালে আর্জেন্টিনাকে চাই। আমি তাদের পক্ষে। কারণ, সেখানে আমার কিছু বন্ধু আছে এবং ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪