দারুণ সব গ্রুপ পর্বের ম্যাচ। এরপর রোমাঞ্চকর শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালের লড়াইও শেষ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টিকে আছে এখন চার দল। শিরোপা লড়াইয়ের ম্যাচে সেখান থেকে দল যাবে দুইটি। ইউরোর সেমিফাইনালে কবে, কে, কার মুখোমুখি?
শনিবার রাতে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র। গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ান এরিকসেনের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার পর থেকে বদলে যাওয়া ডেনমার্ক পৌঁছে গেছে সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
চলতি টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিটের তালিকায় ছিল তাদের নাম। সেই ইংল্যান্ড এবার পৌঁছেছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে ইউক্রেনকে। বাংলাদেশ সময় ৭ জুন (বুধবার) রাত একটায় মুখোমুখি হবে এই দুই দল।
ইউরোর অন্য সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে স্পেন। পুরো আসরজুড়ে দুর্দান্ত খেলা ইতালি কোয়ার্টারে জিতেছে বেলজিয়ামের বিপক্ষে। আর শুরুর দিকে কিছুটা ভুগতে থাকা স্পেন কোয়ার্টারে হারিয়েছে সুইজারল্যান্ডকে। এই দুই দল মুখোমুখি হবে আগামী ৬ জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত একটায়।
ইউরো ২০২০ সেমিফাইনাল লাইন আপ
প্রথম সেমিফাইনাল: ইতালি বনাম স্পেন
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৬ জুলাই, মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার রাতে)
কখন শুরু: রাত ১ টা
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ডেনমার্ক
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৭ জুলাই, বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে)
কখন শুরু: রাত টায়
সূত্রঃ ঢাকা পোস্ট