শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। নিশ্চিত হয়েছে সেমিফাইনাল লাইন আপও। দুই হেভিওয়েট ব্রাজিল-আর্জেন্টিনাও উঠেছে এই পর্বে। কিন্তু তাদের প্রতিপক্ষ কে?
কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে রোববার সেমিফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা। ঠিক আগের ম্যাচেই উরুগুয়েকে ট্রাইবেকারে হারিয়েছে কলম্বিয়া। সেমিতে লিওনেল মেসিদের প্রতিপক্ষ তারাই। দ্বিতীয় সেমিফাইনালে ৭ জুলাই (বুধবার) সকাল সাতটায় মুখোমুখি হবে দুই দল।
প্রথম সেমিফাইনালের লাইন আপ নিশ্চিত হয়েছিল আগেই। কোয়ার্টারে চিলির বিপক্ষে দশজনের দল নিয়ে জয় পায় ব্রাজিল। ওই রাতেই রোমাঞ্চকর এক ম্যাচে প্যারাগুয়েকে হারায় পেরু। সেলেসাওরা মুখোমুখি হবে তাদেরই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।
সেমিফাইনালের লড়াই শেষে নিশ্চিত হবে ফাইনালের লাইন আপ। যেখানে মেসিদের মুখোমুখি হতে পারেন নেইমাররা। ১১ জুলাই (রোববার) রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।
সূত্রঃ ঢাকা পোস্ট