ব্রাজিলের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে চিলি। ম্যাচ হারার পর চিলির তারকা আর্তুরো ভিদাল ক্ষোভ ঝেড়েছেন রেফারির ওপর। ভিদালের দাবি, আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও নিজেই ম্যাচের নায়ক হতে চেয়েছেন, খেলতেই দেননি চিলিকে।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল দেয় ব্রাজিল। এর কিছুক্ষণ পরই লালকার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস। পুরো ম্যাচে চিলির তিনজন খেলোয়াড় পেয়েছে হলুদ কার্ড।
১০ জনের ব্রাজিল দলের বিপক্ষেও হারতে হয়েছে চিলিকে। একবার অবশ্য ব্রাজিলের জালে বল জড়িয়েছিল চিলি। কিন্তু অফসাইডের জন্য রেফারি গোল বাতিল করেন। এতেই যত ক্ষোভ ভিদালের। এমন সিদ্ধান্তের জন্য রেফারিকে ভাঁড় বললেন তিনি।
ভিদাল বলেন, ‘আমরা হতাশ, খুবই হতাশ। আমাদের আরো অনেক বেশি প্রাপ্য ছিল। এরকম একটি ম্যাচে এমন রেফারি প্রয়োজন যে ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল, যে পক্ষপাতহীন ও যে কিনা ম্যাচের ভাঁড় হতে চায় না।’
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন