কোপার সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল

ফুটবল দুনিয়া July 3, 2021 1,109
কোপার সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই তথা কোপা আমেরিকার এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল ও পেরু।


ফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার মুখোমুখি হবে এই দুটি দলই। কোপা আমেরিকার সর্বশেষ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিলো তারাই।


বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৫টায় ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল ও পেরু। খেলাটি সরাসরি দেখা যাবে সনি টেন নেটওয়ার্কে।


শনিবার রাতে অনুষ্ঠিত হওয়া প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে হারিয়েছিল পেরু। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারে জয় পায় পেরু।


অন্যদিকে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় স্বাগতিক ব্রাজিল। ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন লুকাস পাকুয়েটা।


সেমিফাইনালের লড়াইয়ের আগেই অবশ্য গ্রুপ পর্বে পেরু এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। - স্পোর্টসজোন২৪