চলতি কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আগামী ৩ জুলাই মুখোমুখি হবে ব্রাজিল এবং চিলি। গত বারের শিরোপাজয়ী নেইমারদের সামনে তার আগের দুই আসরের মুকুটজয়ী ভিদাল-ভারগাসরা।
মাঠের লড়াইয়ের বাইরেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোকপাত করা দরকার তাদের মুখোমুখি পরিসংখ্যানের দিকে। এখন পর্যন্ত খেলা ম্যাচ গুলোর ফলাফলে এগিয়েই বা কোন দল আর কোন দলই বা পিছিয়ে?
• এক নজরে ব্রাজিল-চিলি পরিসংখ্যান
চিলি এবং ব্রাজিল এর আগে মোট ৭২টি ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছে। এই ৭২ ম্যাচের মধ্যে ব্রাজিল ম্যাচ জিতেছে ৫১টি ম্যাচে। ড্র হয়েছে ১৩টি ম্যাচ এবং ব্রাজিল হেরেছে মাত্র ৮টি ম্যাচে।
ব্রাজিল এবং চিলি সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল। এরপর তারা বেশ কয়েকবার মুখোমুখি হলেও কোপা আমেরিকাতে আর দেখা হয়নি তাদের।
কোপা আমেরিকায় ব্রাজিল এবং চিলি মোট ২১ বার মুখোমুখি হয়েছে। এই ২১টি ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ১৬টি এবং চিলি জিতেছে ৩টি। বাকি ম্যাচগুলো হয়েছে ড্র।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ১৫টি ম্যাচে। দুই লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে এবং চিলি জিতেছে ২টি ম্যাচে। ড্র হয়েছে ২টি ম্যাচে।
দুই দলের সর্বশেষ ম্যাচে ২০১৭ সালে ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এর পর আর এই দুই দল মুখোমুখি হয়নি। - স্পোর্টসজোন২৪