গ্রুপ পর্ব শেষে কোপার সেরা খেলোয়াড় মেসি

ফুটবল দুনিয়া June 29, 2021 1,082
গ্রুপ পর্ব শেষে কোপার সেরা খেলোয়াড় মেসি

চলছে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার আসর। ইতিমধ্যেই এবারের আসরের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এখন শুরু হবে জমজমাট নকআউট পর্ব।


কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে চিলি অন্যদিকে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর।এছাড়া উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের।


এদিকে গ্রুপ পর্বে আলো ছড়িয়েছেন অনেক তারকা। তবে তাদের মধ্যে গোলে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টার গোল করেছেন তিনটি সেইসাথে অ্যাসিস্ট করেছেন আরও দুটি।


অন্যদিকে দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সঙ্গে দুটি অ্যাসিস্ট রয়েছে তার। তবে মেসির চেয়ে এক ম্যাচ কম খেলেছেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলেননি।


এই দুইজন ছাড়াও এই তালিকায় আছেন আর্জেন্টিনার তারকা গোমেজ। দুটি ম্যাচ খেলে দুটিতেই গোল করেছেন তিনি। - স্পোর্টসজোন২৪