মেসি জাদুতে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া June 29, 2021 1,465
মেসি জাদুতে বলিভিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

আরও একবার লিওনেল মেসির জাদুকরী পারফর‍্যাম্যান্স দেখলো ফুটবল বিশ্ব। আর এতে পুড়ে ছারখার বলিভিয়া। ফুটবল জাদুকরের জোড়া গোলে গ্রুপ এ থেকে বলিভিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফলে আলবিসেলেস্তেরা শেষমেশ গ্রুপসেরা হয়েই উঠে গেছে শেষ আটে।


বলিভিয়ার বিপক্ষে বরাবরই আগ্রাসী আর্জেন্টিনা। এদিন ছয় মিনিটেই নিজের জাদু দেখান ক্ষুদে জাদুকর। মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন আলেসান্দ্রো গোমেজ। গোল খেলেও নিজেদের খেলায় খুব একটা বদল আনতে পারেনি বলিভিয়ানরা।


উলটো ৩৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। নিজের শততম ম্যাচে গোল করতে না পারলেও, বন্ধুকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন অ্যাগুয়েরো।


৪২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এলএম টেন। পরে ৬০ মিনিটে বলিভিয়ানরা এক গোল ফেরত দিলেও, তিন মিনিট বাদেই আবারো এক গোল পায় আর্জেন্টিনা। এবার স্কোর করেন লওতারো মার্টিনেজ। - সময় টিভি অনলাইন