একনজরে দেখে নিন ইউরোর সেরা পাঁচ গোলদাতা

ফুটবল দুনিয়া June 24, 2021 876
একনজরে দেখে নিন ইউরোর সেরা পাঁচ গোলদাতা

উয়েফা ইউরো ২০২০ এর গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে সেরা ষোল। গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো গ্রুপ পর্বে পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে একক ভাবে আছেন।


এরপর তিনটি করে গোল করে পরের পাঁচটি আসনে আছেন প্যাটট্রিক সিচক, ফোরেসবার্গ, লুকাকু, উইজনালডাম এবং লেভানদস্কি।


আর দুটি করে গোল করে শীর্ষ দশের বাকি চারটি পজিশনে আছে ডিপেই, ইমোবিল, শাকিরি এবং ইয়ারিমচোক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪