কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে পেরু

ফুটবল দুনিয়া June 17, 2021 802
কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে পেরু

চার দিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা। শুক্রবার (১৮ জুন) সকাল ছয়টায় ‘বি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। দারুণ ফর্মে থাকলেও পেরুকে সমীহ করছেন সেলেসাও কোচ তিতে। অন্যদিকে, গ্রুপের আরেক ম্যাচে রাত ৩টায় কলম্বিয়া আতিথ্য দেবে ভেনেজুয়েলাকে।


কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। নেইমার, ফিরমিনোরা বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ ফর্মটা ধরে রেখেছেন কোপাতেও।


পেরুর বিপক্ষে তাই ব্রাজিল একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। গেল ম্যাচে বদলি হিসেবে নেমে গোল পেলেও গ্যাব্রিয়েল বার্বোজাকে থাকতে হবে রিজার্ভ বেঞ্চেই। আক্রমণে নেইমারের সঙ্গী হিসেবে রিচার্লিসন আর হেসুসে আস্থা রাখবেন কোচ তিতে। – রিওটাইমস/ গোল ডটকম