পুনরায় শুরু হওয়ার পর হেরে গেল এরিকসেনের ডেনমার্ক

ফুটবল দুনিয়া June 13, 2021 986
পুনরায় শুরু হওয়ার পর হেরে গেল এরিকসেনের ডেনমার্ক

মিডফিল্ডার ক্রিচিয়ান এরিকসনকে ছাড়া খেলে ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারলো ডেনমার্ক। ইউরো ২০২০ এর ডেনমার্ক বনাম ফিনল্যান্ড এর ম্যাচে হঠাৎই মাঠে ঢলে পড়েছিলেন ক্রিচিয়ান এরিকসন। ঘটনার পরপরই উয়েফার পক্ষ থেকে খেলাটি স্থগিত করা হয়।


তবে কিছুক্ষণ পরই হাসপাতালে একিসেনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। সেই সঙ্গে পুনরায় ম্যাচ শুরুর কথাও জানায় উয়েফা। টুইট বার্তায় উয়েফা জানায়, দুই দলের খেলোয়াড়দের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশ সময় সাড়ে ১২টার পর ম্যাচটি পুনরায় শুরু হয়। এরিকসনের অসুস্থতার কারণে প্রথমার্ধে যে ৫ মিনিট খেলা হয়নি সেখান থেকেই শুরু হয় ম্যাচ। এরপর ৫ মিনিট বিরতি দিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।


প্রথমার্ধের খেলা গোল শুন্য ড্র থাকলেও ম্যাচের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের খেলোয়াড় উরুনেনের সহযোগিতায় ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি করেন পোজানপালো।


এরপর কিছু আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ৯০ মিনিট শেষে ১-০ তে খেলাটি জিতে নেয় ফিনল্যান্ড।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন/ আমাদের সময়