একনজরে দেখে নিন সর্বশেষ ফিফা র‍্যাংকিং

ফুটবল দুনিয়া May 29, 2021 1,036
একনজরে দেখে নিন সর্বশেষ ফিফা র‍্যাংকিং

নতুন করে ফিফা র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা। বৃহস্পতিবার ঘোষিত হওয়া সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ২১০ দেশের মধ্যে মাত্র একটি দেশের উন্নতি ও একটি দেশের অবনতি হয়েছে। বাকি ২০৮ দেশ আছে আগের মতোই।


৭ এপ্রিল আগের র‌্যাংকিং ঘোষণার পর এবার মে মাসে ঘোষিত হওয়া নতুন র‌্যাংকিংয়ের মধ্যবর্তী সময়ে পুরো বিশ্বে কেবলমাত্র একটি ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে। বাহরাইন ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত হওয়া সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।


ওই ড্রয়ের পর একমাত্র দল হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাহরাইনের। তবে ড্র করেও ইউক্রেনের অবস্থান অপরিবর্তিতই (২৪) আছে।


বাহরাইন ৯৯ থেকে ৯৮ নম্বরে ওঠায় তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে নিচে নামতে হয়েছে কিরগিজস্তানকে। এই দুটি দেশের পরিবর্তন ছাড়া বাকিরা আগের অবস্থানেই।


আগের মতো শীর্ষে বেলজিয়াম, দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, আটে আর্জেন্টিনা ও ১৮৪ নম্বরে বাংলাদেশ। - স্পোর্টসজোন২৪