দীর্ঘ তিন বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

ফুটবল দুনিয়া May 20, 2021 447
দীর্ঘ তিন বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

দীর্ঘ প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার তাদের আগামি ২০২১-২০২২ মৌসুমের সূচী প্রকাশ করেছে। সেই সূচিতে লঙ্কানদের সঙ্গে স্বাগতিকদের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে।


আগামি বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে লঙ্কানরা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটি দিয়ে প্রায় তিন বছর পর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে অতিথি দল লঙ্কানরা।


সিরিজের প্রথম ম্যাচটি ১১ ফেব্রুয়ারি সিডনিতে অনুষ্টিত হবে। ১৩ ফেব্রুয়ারি গ্যাবায় সিরিজের দ্বিতীয় টি-২০, ১৫ ফেব্রুয়ারি মেট্রিকন স্টেডিয়ামে তৃতীয় টি-২০, ১৮ ফেব্রুয়ারি অ্যালেড ওভালে চতুর্থ ও ২০ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ এবং পঞ্চম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি