সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল দুনিয়া March 16, 2021 1,067
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ৭৬৭ গোলের রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা। সিরিআ'য় ক্যালিয়ারির বিপক্ষে হ্যাটট্রিকের পর, রোনালদোর গোল এখন ৭৭০।


অনন্য এ অর্জনের পর ইনস্টাগ্রামে পেলের প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। পর্তুগিজ তারকাকেও উত্তরে পেলে জানিয়েছেন তার সবচেয়ে প্রিয় ফুটবলারের নাম রোনালদো।


ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার এক অলিখিত রাজা। রেকর্ড গড়া আর ভাঙ্গাই যার নিত্য অভ্যাস। অনেক রেকর্ডের ভিড়ে একটা রেকর্ড অধরা ছিলো সিআর সেভেনের। সবর্কালের সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়া।


পেশাদার ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সঠিক হিসাব নেই ফিফার কাছেও। বই-পুস্তক ও পরিসংখ্যানপোকাদের মতে ৭৬৭ গোল নিয়ে সবার ওপরে ছিলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে।

সে রেকর্ড কবে স্পর্শ করবেন রোনালদো? এ নিয়ে রাতের ঘুম হারাম ছিলো সমর্থকদের।


অবশেষে এসেছে সে মাহেন্দ্রক্ষণ। ক্যালিয়ারির বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোর গোলও ছিলো ৭৬৭টি। ম্যাচে হ্যাটট্রিক করে ৭৭০ গোল করে পেলেকে ছাড়িয়ে যান সিআর সেভেন। ক্লাবের হয়ে রোনালদোর গোল ৬৬৮টি। পর্তুগালের হয়ে ১০২টি।


সূত্রঃ সময় টিভি অনলাইন