উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ড্র করেও বিদায় নিলো বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হলে বার্সেলোনার সামনে এই ম্যাচে বড় জয়ের কোন বিকল্প ছিলো না। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে আশা জাগানিয়া ফুটবল উপহার দেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন বার্সার উসমান ডেম্বেলে। ডেম্বেলের মিসের সাথে পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের অতিমানবীয় কয়েকটি সেভে বার্সাকেও ম্যাচে ফিরতে দেয়নি প্যারিসিয়ানরা।
ম্যাচের ৩২তম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে পিএসজিকে এগিয়ে নেন এমবাপে। এরপরই ৩৭ মিনিটের মাথায় অসাধারন একটি গোল করেন মেসি। প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে আরও একটি সুবর্ণ সুযোগ পান এই ক্ষুদে জাদুকর।
যদিও তার নেওয়া পেনাল্টি রুখে দেন কেইলর নাভাস। পুরো দ্বিতীয়ার্ধ জুড়েও কোন গোলের দেখা পায়নি দুই দল। যার ফলে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আটে টিকেট নিশ্চিত করে প্যারিস সেন্ট জার্মেইন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪