পিএসজির বিপক্ষে সম্মান নিয়ে টানাটানি অবস্থার সৃষ্টি হয় বার্সেলোনার। বড় হারের পাশাপাশি মাঠের মধ্যেও উত্তপ্ত বাক্য বিনিময় করেন দলটির দুই বড় তারকা জেরার্ড পিকে এবং এন্টোয়াইন গ্রীজম্যান।
অদ্ভুতভাবে এই ঘটনাটির সৃষ্টি হয় গতকাল পিএসজির সাথে বার্সার ম্যাচের ১-১ সমতার সময়ই। ৩৮তম মিনিটের মাথায় একটা কর্নার পায় পিএসজি। ঠিক তখনই দলের সবার উদ্দেশ্যে কড়া ভাষায় কথা বলেন পিকে। যা পরে গ্রীজম্যানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে রূপ নেয়।
এই ঘটনার অডিও ফাঁস হয়েছে যাতে স্পষ্ট বোঝা যায় পিকে সবার উদ্দেশ্যেই বাজেভাবে কথা বলে। যা পৌঁছে যায় গ্রীজম্যানের কানেও! পরে দুই তারকয় একে অপরকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্লীল বাক্য বিনিময় করেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪