স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। আথলেতিক বিলবাওকে তাদেরই ঘরের মাঠে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে কাতালান জায়ান্টরা।
চলতি মৌসুমে যেন নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। সেই সাথে বার্সেলোনাও ছিল না চেনা ছন্দে। অবশেষে নিজেদের খুঁজে পেল বার্সার ফুটবলাররা।
গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ঠিকই জ্বলে উঠলো রোনাল্ড কোম্যানের দল পেদ্রি আর মেসির নৈপুণ্যে ৩ বছর পর আথলেতিক বিলবাওয়ের মাঠে জিতল বার্সেলোনা।
ইনাকি উইলিয়ামসের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন পেদ্রি। পরে জোড়া গোল করেন মেসি। শেষ দিকে ব্যবধান কমান মুনিয়াইন।
১৭ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে তিন নম্বরে উঠে আসা বার্সেলোনার পয়েন্ট ৩১। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।
দুই ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল সোসিয়েদাদ। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বিলবাও।
সূত্রঃ স্পোর্টসজোন২৪