পয়েন্ট তালিকার শীর্ষ দলকে হারিয়ে জয়ে ফিরলো মেসিরা

ফুটবল দুনিয়া December 17, 2020 977
পয়েন্ট তালিকার শীর্ষ দলকে হারিয়ে জয়ে ফিরলো মেসিরা

স্প্যানিশ লা লিগার ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় দল রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা। বুধবার রাতের ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।


ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাচ্ছিলো বার্সা। উল্টো ম্যাচের ২৭ মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে দেন উইলিয়ান জোসে।


৪ মিনিট পরেই অবশ্য বার্সাকে সমতায় ফেরান জর্ডি আলবা। আর ম্যাচে ৪৩তম মিনিটে গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেনফ্রেংকি ডি ইয়ং।


বিরতির পরই আধিপত্য ধরে রাখেন মেসিরা। তবে কোনো গোলের দেখা পায় নি কাতালানা ক্লাবটি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল।


এ জয়ের ফলে ১২ ম্যাচে ২০ নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে বার্সা। আর এ ম্যাচের আগে শীর্ষ থাকা রিয়াল সোসিয়েদাদ গোল পার্থক্যের কারণে নেমে গেছে দুইয়ে। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।


সূত্রঃ জুমবাংলা