সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলো ফ্রান্স ফুটবল

ফুটবল দুনিয়া December 15, 2020 1,489
সর্বকালের সেরা একাদশ ঘোষণা করলো ফ্রান্স ফুটবল

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে অন্তর্ভুক্ত করেই সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছে ফ্রান্স ফুটবল।


করোনার কারনে এবার সেরা ফুটবলার নির্বাচনের পুরস্কার দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ায় স্বপ্নের একাদশ ঘোষণা করার কথা আগেই জানায় ব্যালন ডি অর প্রদানকারী প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল।


মেসি-রোনালদোর সঙ্গে একাদশে আছেন পেলে ও দিয়েগো ম্যারাডোনা। একই সঙ্গে আরও আছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো লিমা। যে কোনো দলকে গুঁড়িয়ে দেয়ার মতো স্বপ্নের এই দল বেছে নিয়েছে ফ্রান্স ফুটবল।


নিজেদের ওয়েবসাইটে সোমবার ব্যালন ডি’অর স্বপ্নের একাদশ প্রকাশ করে ফ্রান্স ফুটবল। ১৪০ জন সাংবাদিকের প্যানেল নির্বাচন করেছেন সেরাদের। এতে আছেন লেভ ইয়াসিন, কাফু, পাওলো মালদিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জাভি হার্নান্দেজ, ও লোথার ম্যাথেউস।


• এক নজরে ফ্রান্স ফুটবলের স্বপ্নের একাদশ


গোলরক্ষক


লেভ ইয়াসিন


রক্ষণভাগ


কাফু, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পাওলো মালদিনি


মধ্যমাঠ


দিয়েগো ম্যারাডোনা, জাভি হার্নান্দেজ, লোথার ম্যাথিউস, পেলে


আক্রমনভাগ


ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো লিমা, লিওনেল মেসি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪